হোম > সারা দেশ > বগুড়া

স্বামীর নির্যাতনে স্ত্রী হাসপাতালে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে ঘরের দরজা বন্ধ করে হত্যার উদ্দেশে নাছিমা বিবি (৪০) নামের এক গৃহবধূকে নির্যাতন করেছেন স্বামী আক্কাছ আলী। এরপর স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে ভর্তি করে। এরপর নির্যাতিত গৃহবধূর বাবা বাদী হয়ে আজ মঙ্গলবার আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, আক্কাছ মণ্ডলের সঙ্গে ২০-২২ বছর আগে নাছিমা বিবির বিয়ে হয়ে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বেলাহালী গ্রামের ওয়াহেদ প্রামাণিকের মেয়ে নাছিমা এবং আদমদীঘির বিনসাড়া গ্রামের মেহের আলীর ছেলে আক্কাছ। তাঁদের দাম্পত্য জীবনে দুটি সন্তান রয়েছে। বৈবাহিক জীবনে তাঁদের মধ্যে মাঝে মাঝে কলহ বিবাদ লাগত। গতকাল সোমবার সন্ধ্যায় আক্কাছ আলী ঘরের দরজা বন্ধ করে স্ত্রী নাছিমা বিবিকে অমানুষিক নির্যাতন চালিয়ে আহত করেন। প্রতিবেশীরা নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। 

নির্যাতিত গৃহবধূ নাছিমা বিবি জানান, তাঁর স্বামী ৪-৫ বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকেই তাঁর ওপর শুরু হয় শারীরিকভাবে নির্যাতন। গতকাল সোমবার সন্ধ্যায় বিনা কারণে ঘরের দরজা বন্ধ করে হত্যার উদ্দেশে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে তাঁকে মারপিট করে গুরুতর জখম করেন তাঁর স্বামী। 

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘গৃহবধূকে নির্যাতনের ব্যাপারে থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত