হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় দুই যুবককে অপহরণ ও মুক্তিপণ চাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। সেই সঙ্গে তাঁদের কাছ থেকে অপহরণের শিকার দুই কিশোরকেও উদ্ধার করা হয়েছে। র‍্যাবের দাবি, গ্রেপ্তার যুবক অপহরণকারী দলের মূল হোতা।

আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম।

গ্রেপ্তার যুবকের নাম রাকিব হোসেন (২৮)। তিনি নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর এলাকার বাসিন্দা শহিদ হোসেনের ছেলে।

উদ্ধার হওয়া যুবকেরা হলেন—জেলার মান্দা উপজেলার হরিপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে মো. আতিকুর রহমান (১৮) ও আয়াপুর গ্রামের মো. ছাদেক আলীর ছেলে মো. আহসান হাবিব (১৮)।

র‍্যাব কমান্ডার মো. রফিকুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার আতিকুর রহমান ও আহসান হাবিব নামের দুই কলেজছাত্র সদরের কীর্তিপুর এলাকায় ঘুরতে যায়। এ সময় তাদের একা পেয়ে মো. রাকিব হোসেন ও পলাতক আসামি লিটন সরদার তাঁদের নির্জন স্থানে নিয়ে, ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছে থাকা মোবাইল ও টাকা নিয়ে নেয়। পরে তাদের মুক্তিপণ আদায়ের জন্য পরিবারে ফোন করে। সন্তানদের কথা চিন্তা করে পরিবারের লোকজন বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা পাঠায়। পরে আরও মুক্তিপণ আদায়ের লক্ষ্যে প্রাণনাশের হুমকি দেয় আসামিরা।’

এ র‍্যাব কর্মকর্তা আরও বলেন, ‘এরপর ভুক্তভোগীর পরিবার র‍্যাব ক্যাম্পে যোগাযোগ করলে, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে দুই ভুক্তভোগীকে উদ্ধারসহ অপহরণের মূল হোতা রাকিবকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা হয়েছে।’

এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘র‍্যাবের পক্ষ থেকে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত