বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা শরিফুল ইসলাম শিপুলকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা সোয়া ২টার দিকে শহরের কলোনি বাজার থেকে তাঁকে আটক করা হয়। শরিফুল ইসলাম শিপুল বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি।
বগুড়ায় হিরো আলমের সংবাদ করায় স্থানীয় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের টেম্পল রোডে জেলা আওয়ামী লীগ অফিস-সংলগ্ন টাউন ক্লাবের অফিস কক্ষে হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার দুই সাংবাদিক হলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জে এম রউফ এবং স্থানীয় একটি দৈনিকের সাংবাদিক জহুরুল ইসলাম।
যুবলীগ নেতা শিপুলকে আটকে বিলম্ব হওয়ায় আজ শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক সংগঠনের নেতারা জরুরি বৈঠকে বসেন। বৈঠক থেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে শিপুলকে গ্রেপ্তারের আহ্বান জানানো হয়। বৈঠক চলাকালেই পুলিশ তাঁকে আটক করে।
বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু আজকের পত্রিকাকে বলেন, ‘শরিফুল ইসলাম শিপুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে তাঁকে কৈফিয়ত তলব করা হয়েছে।’
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুজ্জামান বলেন, ‘আটকের পর শিপুলকে সদর থানা হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হবে।’