হোম > সারা দেশ > বগুড়া

৭ ঘণ্টা বিদ্যুৎবিহীন, পদ্মা সেতুর উদ্বোধন দেখতে পেল না বগুড়ার আদমদীঘিবাসী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বগুড়ার আদমদীঘি উপজেলাসহ সান্তাহার পৌর শহরবাসী স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন দেখা থেকে বঞ্চিত হয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। নেসকো লিমিটেডের ওপর তারা ক্ষোভ প্রকাশ করেছেন। 

আজ শনিবার স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনস্থল থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার শুরু হওয়ার পরপরই সকাল সাড়ে ১০টার দিকে নর্দান ইলেকট্র্রি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পরিচালিত সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের ৬ ফিডারের বিদ্যুৎ সরবরাহ একযোগে বন্ধ হয়ে যায়। এরপর থেকে এই কেন্দ্রের প্রায় ৬০ হাজার বিদ্যুৎ গ্রাহকের মধ্যে শোরগোল পড়ে যায়। বিকেল প্রায় ৫টা পর্যন্ত বিদ্যুৎহীন ছিল অর্ধলক্ষাধিক গ্রাহক। 

আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা বলেন, ‘বিদ্যুৎ কন্ট্রোল রুমের প্যানেল বোর্ডের কেব্‌ল পুড়ে যাওয়ার ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা সেটা তদন্ত করে দেখতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’ 

গ্রাহকেরা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ফের পিডিবির হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। 

গ্রাহক রাবিবুল হাসান বলেন, ‘৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখা মোটেও ঠিক হয়নি। আমি দাবি জানাই যেন অবিলম্বে ঘটনাটি তদন্ত করে দেখা হয় ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।’ 

নেসকো লিমিটেড সান্তাহারের নির্বাহী প্রকৌশলী রোকোনুজ্জামান বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যয়ের বিষয়টিকে নিছক দুর্ঘটনা বলে দাবি করেছেন।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী