হোম > সারা দেশ > পাবনা

সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ১১টি ওয়াটার ফিল্টার স্থাপন

মো. মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া (পাবনা) 

সুস্থ জীবনের জন্য চাই নিরাপদ খাদ্য ও পানি। নিরাপদ পানি নিশ্চিতে পাবনার ভাঙ্গুড়া পৌরশহরের ১১টি গুরুত্বপূর্ণ জায়গায় ওয়াটার ফিল্টার স্থাপন করেছে পৌরসভা কর্তৃপক্ষ। এমন উদ্যোগে আনন্দিত এলাকাবাসি। 

জানা গেছে, সবার জন্য নিরাপদ ও সুপেয় খাবার পানি নিশ্চিত করার লক্ষে পৌরসভার উদ্যোগে শহরের ১১টি গুরুত্বপূর্ণ জায়গায় ওয়াটার ফিল্টার স্থাপন করা হয়। এর মধ্যে ভাঙ্গুড়া বাজার এলাকায় পাঁচটি ও শরৎনগর বাজার এলাকায় ছয়টি ওয়াটার ফিল্টার স্থাপন করা হয়েছে। এ সকল ওয়াটার ফিল্টার থেকে ঠাণ্ডা ও গরম উভয় খাবার পানিই পাওয়া যাচ্ছে। পানি পান করার জন্য রাখা হয়েছে অনটাইম গ্লাস। ব্যবহৃত গ্লাসগুলো ফেলার জন্য রয়েছে ঝুঁড়ি। 

স্থানীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন ওয়াটার ফিল্টারের উদ্বোধন করেন।

উপজেলার কলকতি গ্রামের ধান ব্যবসায়ী মানিক হোসেন বলেন, ‘এখানে খাবার পানির ব্যবস্থা করায় অনেক সুবিধা হয়েছে।’ 

প্রভাষক হেলাল উদ্দিন খান বলেন, ‘আধুনিক পৌরসভা বিনির্মানে এখানে নাগরিক সেবার যে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে তাঁর মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ সময়োপযোগী সিদ্ধান্ত।’

পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, ‘জনস্বার্থে নিরাপদ খাবার পানি পান নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ ১১টি জায়গায় ওয়াটার ফিল্টার চালু করা হয়েছে।’

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে