সুস্থ জীবনের জন্য চাই নিরাপদ খাদ্য ও পানি। নিরাপদ পানি নিশ্চিতে পাবনার ভাঙ্গুড়া পৌরশহরের ১১টি গুরুত্বপূর্ণ জায়গায় ওয়াটার ফিল্টার স্থাপন করেছে পৌরসভা কর্তৃপক্ষ। এমন উদ্যোগে আনন্দিত এলাকাবাসি।
জানা গেছে, সবার জন্য নিরাপদ ও সুপেয় খাবার পানি নিশ্চিত করার লক্ষে পৌরসভার উদ্যোগে শহরের ১১টি গুরুত্বপূর্ণ জায়গায় ওয়াটার ফিল্টার স্থাপন করা হয়। এর মধ্যে ভাঙ্গুড়া বাজার এলাকায় পাঁচটি ও শরৎনগর বাজার এলাকায় ছয়টি ওয়াটার ফিল্টার স্থাপন করা হয়েছে। এ সকল ওয়াটার ফিল্টার থেকে ঠাণ্ডা ও গরম উভয় খাবার পানিই পাওয়া যাচ্ছে। পানি পান করার জন্য রাখা হয়েছে অনটাইম গ্লাস। ব্যবহৃত গ্লাসগুলো ফেলার জন্য রয়েছে ঝুঁড়ি।
উপজেলার কলকতি গ্রামের ধান ব্যবসায়ী মানিক হোসেন বলেন, ‘এখানে খাবার পানির ব্যবস্থা করায় অনেক সুবিধা হয়েছে।’
প্রভাষক হেলাল উদ্দিন খান বলেন, ‘আধুনিক পৌরসভা বিনির্মানে এখানে নাগরিক সেবার যে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে তাঁর মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ সময়োপযোগী সিদ্ধান্ত।’
পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, ‘জনস্বার্থে নিরাপদ খাবার পানি পান নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ ১১টি জায়গায় ওয়াটার ফিল্টার চালু করা হয়েছে।’