হোম > সারা দেশ > পাবনা

সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ১১টি ওয়াটার ফিল্টার স্থাপন

মো. মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া (পাবনা) 

সুস্থ জীবনের জন্য চাই নিরাপদ খাদ্য ও পানি। নিরাপদ পানি নিশ্চিতে পাবনার ভাঙ্গুড়া পৌরশহরের ১১টি গুরুত্বপূর্ণ জায়গায় ওয়াটার ফিল্টার স্থাপন করেছে পৌরসভা কর্তৃপক্ষ। এমন উদ্যোগে আনন্দিত এলাকাবাসি। 

জানা গেছে, সবার জন্য নিরাপদ ও সুপেয় খাবার পানি নিশ্চিত করার লক্ষে পৌরসভার উদ্যোগে শহরের ১১টি গুরুত্বপূর্ণ জায়গায় ওয়াটার ফিল্টার স্থাপন করা হয়। এর মধ্যে ভাঙ্গুড়া বাজার এলাকায় পাঁচটি ও শরৎনগর বাজার এলাকায় ছয়টি ওয়াটার ফিল্টার স্থাপন করা হয়েছে। এ সকল ওয়াটার ফিল্টার থেকে ঠাণ্ডা ও গরম উভয় খাবার পানিই পাওয়া যাচ্ছে। পানি পান করার জন্য রাখা হয়েছে অনটাইম গ্লাস। ব্যবহৃত গ্লাসগুলো ফেলার জন্য রয়েছে ঝুঁড়ি। 

স্থানীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন ওয়াটার ফিল্টারের উদ্বোধন করেন।

উপজেলার কলকতি গ্রামের ধান ব্যবসায়ী মানিক হোসেন বলেন, ‘এখানে খাবার পানির ব্যবস্থা করায় অনেক সুবিধা হয়েছে।’ 

প্রভাষক হেলাল উদ্দিন খান বলেন, ‘আধুনিক পৌরসভা বিনির্মানে এখানে নাগরিক সেবার যে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে তাঁর মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ সময়োপযোগী সিদ্ধান্ত।’

পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, ‘জনস্বার্থে নিরাপদ খাবার পানি পান নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ ১১টি জায়গায় ওয়াটার ফিল্টার চালু করা হয়েছে।’

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত