হোম > সারা দেশ > নওগাঁ

মান্দায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে শরিফ হোসেন সোনার (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কশব ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শরিফ হোসেন সোনার স্থানীয় গ্রাম পুলিশ সাহাবুদ্দীন সোনারের ছেলে। শরিফ পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।

এ ঘটনায় নিহত শরিফের বাবা সাহাবুদ্দীন সোনার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় তিন-চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ সেলিনা ওরফে সেলি বিবি (৪৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।

নিহতের বাবা সাহাবুদ্দীন সোনার বলেন, ‘গত বৃহস্পতিবার তুড়ুকবাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে আমার ছেলের সঙ্গে প্রতিবেশী সুলতান ও পারভেজের বিরোধ হয়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সে স্থানীয় জানবক্সের মোড়ে চা খেয়ে বাড়ি ফিরছিল। এ সময় সুলতান ও পারভেজ হাঁসুয়া দিয়ে তাকে কুপিয়ে জখম করে।’

সাহাবুদ্দীন সোনার আরও বলেন, ‘শরিফ জীবন বাঁচাতে দৌড়ে বাড়ির বারান্দায় এসে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।’

এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, নিহতের বাবা সাহাবুদ্দীন সোনার পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার আসামি সুলতানের মা সেলিনা বিবিকে গ্রেপ্তার করে আজ বুধবার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী