হোম > সারা দেশ > নওগাঁ

মান্দায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে শরিফ হোসেন সোনার (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কশব ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শরিফ হোসেন সোনার স্থানীয় গ্রাম পুলিশ সাহাবুদ্দীন সোনারের ছেলে। শরিফ পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।

এ ঘটনায় নিহত শরিফের বাবা সাহাবুদ্দীন সোনার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় তিন-চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ সেলিনা ওরফে সেলি বিবি (৪৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।

নিহতের বাবা সাহাবুদ্দীন সোনার বলেন, ‘গত বৃহস্পতিবার তুড়ুকবাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে আমার ছেলের সঙ্গে প্রতিবেশী সুলতান ও পারভেজের বিরোধ হয়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সে স্থানীয় জানবক্সের মোড়ে চা খেয়ে বাড়ি ফিরছিল। এ সময় সুলতান ও পারভেজ হাঁসুয়া দিয়ে তাকে কুপিয়ে জখম করে।’

সাহাবুদ্দীন সোনার আরও বলেন, ‘শরিফ জীবন বাঁচাতে দৌড়ে বাড়ির বারান্দায় এসে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।’

এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, নিহতের বাবা সাহাবুদ্দীন সোনার পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার আসামি সুলতানের মা সেলিনা বিবিকে গ্রেপ্তার করে আজ বুধবার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড