হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় প্লাস্টিক রিসাইক্লিং কারখানা আগুনে পুড়ে ছাই

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় আগুনে পুড়ে ছাই হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার নিশিন্দারা পশ্চিমপাড়া কড়িতলা এলাকায় তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে কারখানাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আতিক হাসান জানান, রাত ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। ৩০-৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তার আগেই কারখানার পুরাতন প্লাস্টিক, দুটি মেশিন, বিভিন্ন কাঁচামাল, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে যায়। আশপাশের কিছু গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানার মালিক তুহিন মোল্ল্যা জানান, কারখানা বন্ধ করে প্রতিদিনের মতো তিনি বাসায় চলে যান। গভীর রাতে আগুন লাগার খবর পান। এসে দেখেন, কারখানার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। তবে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

তিন বছর ধরে ভাড়া নেওয়া এ কারখানায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তুহিন মোল্ল্যা।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড