হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ডিবি পরিচয়ে চাঁদাবাজি, নারীসহ যুবক কারাগারে

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে নারীসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহাবালা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে দুজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেন আমিনুর রহমান নামের এক ভুক্তভোগী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহাব্বত নন্দীপুর গ্রামের রবিউল ইসলাম ডপিন (৩০) এবং দিনাজপুর সদর থানার শুরি বলতর গ্রামের সুমি আক্তার (২৬)।

মামলার বাদী জানান, ‘সুমি আক্তার আমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে সম্পর্ক করে। গতকাল মঙ্গলবার সুমি ও রবিউল কৌশলে আমাকে শিবগঞ্জের মহাবালা এলাকায় ডেকে আনে। সেখানে সুমি ও আমি দেখা করতে গেলে রবিউল একটি ওয়্যারলেস বের করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার কাছ থেকে চাঁদা দাবি করে। এ সময় সে আমাকে বলে, টাকা না দিলে তোকে গ্রেপ্তার করব। এমতাবস্থায় আমি চিৎকার করলে স্থানীয় লোকজন এসে রবিউল ও সুমিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।’

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার