হোম > সারা দেশ > বগুড়া

দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা বাসের, নিহত ২

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় নন্দীগ্রাম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতেরা হলেন বাসের সহযোগী নাম বাবু মিয়া (২৪) ও বাসযাত্রী মাহাবুব তালুকদার (৩৮)। মাহাবুব শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আদমদীঘি উপজেলার সান্তারহার ডালপর্টির আসাদ তালুকদারের ছেলে। 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিয়াম পরিবহন নামের একটি বাস বগুড়া থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বাসটির সামনে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মোটরসাইকেল দুটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এরপর বাসও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকটি বাসের ধাক্কায় সামনের আরও একটি ট্রাককে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের সহকারী ঘটনাস্থলেই নিহত হন। 

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় বাসের সহকারী ও বাসযাত্রীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী