হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদী স্টেশনে বগির নিচে বোমাসদৃশ বস্তু, উদ্ধার অভিযানে ‍র‍্যাব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলার পর এবার পাবনার ঈশ্বরদী জংশন স্টেশন এলাকায় একটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে বস্তুটি ঘিরে রেখেছেন রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে র‍্যাবের বিশেষ টিম। 

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বলেন, ঈশ্বরদী জংশন স্টেশনে ১ নম্বর প্ল্যাটফর্ম ইয়ার্ডে রেললাইনের দাঁড় করিয়ে রাখা চায়না নতুন কোচের (বগি) নিচে লাল টেপ প্যাঁচানো একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান দুজন স্টাফ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিষয়টি জানার পর ঘটনাস্থল রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। বিষয়টি খতিয়ে দেখতে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট এসেছে। তারা ঘটনাস্থলে এসে যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেবে। 

উল্লেখ্য, গত বুধবার দুপুরে ঈশ্বরদী জংশন স্টেশন ছেড়ে যাওয়ার পর ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা হামলা চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে বোতলে ভর্তি পেট্রল উদ্ধার করে। বুধবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ঈশ্বরদী জংশন স্টেশনে বোমাসদৃশ বস্তুর খবরে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী