হোম > সারা দেশ > রাজশাহী

৩ দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের আমরণ অনশন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের অনশন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফোকলোর বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভাগের সামনে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

দাবিগুলো হলো—ফোকলোর বিভাগের নামের যৌক্তিক সংস্কার ও পরিবর্ধন করতে হবে, পিএসসির যে সাবজেক্ট কোড, তা অন্তর্ভুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সুপারিশ করতে হবে, বিভাগের ক্লাস-পরীক্ষার রুটিন যথাসময়ে দিতে হবে এবং এক মাসের ভেতর পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।

বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়া শুভ বলেন, ‘আমাদের বিভাগের সাবেক ভাইয়েরা চাকরির ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। যার ফলে অনেক আগে থেকেই এ দাবি জানিয়ে আসছি।

আমরা স্মারকলিপি দিলে শুধু আশ্বস্তই করা হয়েছে। তাদের মাঝে আমাদের দাবি মানার কোনো সদিচ্ছা দেখি না। শুধু বিভিন্ন ছলচাতুরী করতে থাকে। আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।’

আরেক শিক্ষার্থী আহসান হাবীব বলেন, ‘ফোকলোর সামাজিক বিজ্ঞান অনুষদের অন্যতম একটা বিভাগ হলেও চাকরির বাজারে তেমন সুযোগ-সুবিধা পাচ্ছি না। বিভিন্ন বিষয়ে গবেষণা ও রিসার্চ করা হলেও শুধু বিভাগের নামের কারণে বিভিন্ন দিক থেকে আমরা বঞ্চিত হচ্ছি। পাশাপাশি বিভাগের যে অভ্যন্তরীণ বিষয়, তা দ্রুত সংস্কার করতে হবে। সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশ করতে হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা একটা স্মারকলিপি দিয়েছে। যেখানে বিভাগের সংস্কারের কথা বলা হয়েছে। তারা চায় ফোকলোর নামের সঙ্গে অন্য কিছু যুক্ত করতে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে নাম সংযোজন ও বিয়োজনের বিষয়ে আমরা একটা একাডেমিক সভাও করি। এ নিয়ে আমাদের আলোচনা চলমান রয়েছে, কিন্তু গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই, তারা আজ আন্দোলনের ডাক দিয়েছে।’

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার