হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলার এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সুজন কুমার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। 

আজ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মো. তৌহিদুল মবিন খান। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লালমনিরহাটের কালিগঞ্জ থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তার সুজন সোনাতলা উপজেলার নামাজখালী গ্রামের বাসিন্দা। 

র‍্যাব জানায়, গত ২৫ জুলাই সোনাতলা উপজেলার এক গৃহবধূকে ধর্ষণ করেন সুজন। ওই সময় ওই গৃহবধূর কান্না ও চিৎকারের আওয়াজে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। তবে এর আগেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন সুজন। পরবর্তীতে এ ঘটনায় গত ৯ আগস্ট সোনাতলা থানায় সুজনের বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূ। মামলার পর থেকেই পলাতক ছিলেন সুজন।

র‍্যাব কর্মকর্তা মো. তৌহিদুল মবিন খান জানান, ধর্ষণ মামলার পর থেকেই সুজনকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। পরে জানা যায় সুজন লালমনিরহাটের কালিগঞ্জে অবস্থান করছেন। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুজনকে সোনাতলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক