হোম > সারা দেশ > রাজশাহী

নাশকতার আসামি যুবদল নেতাকে না পেয়ে শ্বশুরবাড়ি ভাঙচুরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে মুক্তিযোদ্ধার বাড়িতে আসামি খুঁজতে গিয়ে ঘরের দরজা ও টিনের বেড়া ভাঙচুরে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। 

গতকাল বৃহস্পতিবার রাতে গাবতলী উপজেলার চাকলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের বাড়িতে ভাঙচুর চালানো হয়। 

মুক্তিযোদ্ধা মজিবর রহমানের জামাই গুলজার রহমান নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ইউপি সদস্য। 

১৩ ডিসেম্বর গাবতলী থানা মোড়ে বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণে তিন পুলিশ আহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে তাঁর নামে মামলা করেছে। 

বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গাবতলী থানা-পুলিশের ১৫-২০ জনের একটি দল বাড়ির টিনের বেড়া এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সবাইকে ঘুম থেকে ডেকে তুলে গুলজারের খোঁজ করে।’ তিনি আরও বলেন, ‘পুলিশ সদস্যরা আমাকে বারবার ধমক দিয়ে জামাই কোথায় আছে জানতে চায়? তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে লাঞ্ছিত করে চলে যায়।’ 

যুবদল নেতা গুলজার রহমান বলেন, ‘গত ১১ ডিসেম্বর রাতে পুলিশ চাকলা গ্রামে আমার বাড়িতে যায়। আমাকে না পেয়ে আমার ছোট ভাই বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের ছাত্র রেজা মিয়াকে ধরে নিয়ে যায়। এ সময় পুলিশ বাড়ির উঠানে রান্না জায়গায় রাখা চুলা ও হাঁড়ি-পাতিল ভাঙচুর করে। পরে অটোরিকশা ভাঙচুরের মামলায় চালান করে।’ তিনি আরও বলেন, ‘আমার ভাই লেখাপাড়ার পাশাপাশি ওয়ালটন শো-রুমে চাকরি করে। তার নামে কোনো মামলা ছিল না।’ 

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘মুক্তিযোদ্ধার বাড়িতে আসামি ধরতে গিয়ে ভাঙচুরের ঘটনা জানা নাই।’ তিনি বলেন, ‘আসামি ধরতে গিয়ে ভাঙচুর করার কথা না।’

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক