বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বনপাড়া পৌরসভা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজকের পত্রিকার বড়াইগ্রাম প্রতিনিধি আব্দুল কাদেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম, বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, প্রভাষক শাফিউল ইসলাম, একাত্তর টিভির বড়াইগ্রাম প্রতিনিধি আবু মুসা, সাংবাদিক মিনারুল ইসলাম মিলন, সুজন কুমার শীল প্রমুখ।