হোম > সারা দেশ > রাজশাহী

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিক লাঞ্ছনার অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে চান্দাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে অশ্লীল ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ উঠেছে। গত সোমবার বিকেলে উপজেলার চান্দাই উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। 

এদিকে মঙ্গলবার শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে এবং সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা ও উপজেলা কমিটি। 

ভুক্তভোগী শিক্ষকের নাম ওবায়েদুল হক সরকার (৪৬)। তিনি উপজেলার চান্দাই গ্রামের মৃত খাদেমুল ইসলামের ছেলে। তিনি চান্দাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

প্রধান শিক্ষক ওবায়েদুল হক সরকার বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে গ্রীষ্মকালীন খেলা চলছিল। হঠাৎ করেই চান্দাই গ্রামের মৃত আব্দুস সামাদ সরকারের ছেলে ওয়াদুদ সরকার (৪০) স্কুলের ভেতরে প্রবেশ করে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। আমি প্রতিবাদ করলে আমাকে থাপ্পড় মারতে এগিয়ে আসে। এ সময় বাধা দিতে গেলে ওই গ্রামের শাজানের ছেলে বাবু হোসেনকে (৩৬) মারপিট করে আহত করে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

প্রধান শিক্ষক আরও বলেন, ‘ওয়াদুদ সরকারের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। তবে দুই মাস আগে স্কুল ম্যানেজিং কমিটিতে তাঁর মনোনীত ব্যক্তির নাম না দেওয়ায় এই ঘটনা ঘটিয়েছেন।’ 

দশম শ্রেণির শিক্ষার্থী মুক্তাদুর রহমান বলে, ‘আমাদের প্রধান শিক্ষককে নির্যাতনের জন্য আমরা বিক্ষোভ করেছি। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। বিচার না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।’ 

মঙ্গলবার দুপুরে উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি কলেজে স্বাধীনতা শিক্ষক পরিষদ সংবাদ সম্মেলন করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছে। 

স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা সভাপতি মো. তুঘলক বলেন, ‘সুষ্ঠু বিচার করা না হলে সকল বিদ্যালয়কে নিয়ে বৃহত্তর আন্দোলন করা হবে।’ এ সময় উপস্থিত ছিলেন, জেলা সভাপতি মো. তুঘলক, উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, সম্পাদক সামসুর রহমান শাহিন, প্রভাষক আব্দুল করিম প্রমুখ। 

এ ঘটনায় অভিযুক্ত ওয়াদুদ সরকার বলেন, ‘খেলা নিয়ে দ্বন্দ্ব চলছিল। আমি প্রধান শিক্ষককে বলেছি, আপনি এখানে উপস্থিত থাকতে দ্বন্দ্ব হয়। তাঁকে মারপিট বা গালিগালাজ করা হয় নাই।’ 

এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার