হোম > সারা দেশ > বগুড়া

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বিজয় দিবস উপলক্ষে সকালে মসজিদের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করতে যান মুয়াজ্জিন মোফাজ্জল হোসেন। এ সময় ছাদের ওপরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন তিনি। তাঁকে বাঁচাতে গিয়ে ছেলেও বিদ্যুতায়িত হন। কিন্তু বাবা গুরুতর আহত হলেও ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দীঘকান্দি তরফদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত যুবকের নাম সাফি উদ্দিনের (৩৫)। তিনি উপজেলার দীঘলকান্দি তরফদারপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে (৬০)। মোফাজ্জল দীঘলকান্দি তরফদারপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন। আহত মোফাজ্জল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) খোকন দাস বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে সকালে মসজিদের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করতে যান মোফাজ্জল হোসেন। একপর্যায়ে ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। এ দৃশ্য দেখে বাবাকে বাঁচাতে যান ছেলে সাফি। তখন সাফি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাবা মোফাজ্জল হোসেন প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন ছেলে।’

এসআই খোকন আরও বলেন, ‘মোফাজ্জল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়েছে তাঁর স্বজনেরা এবং ছেলে সাফি উদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে