হোম > সারা দেশ > বগুড়া

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বিজয় দিবস উপলক্ষে সকালে মসজিদের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করতে যান মুয়াজ্জিন মোফাজ্জল হোসেন। এ সময় ছাদের ওপরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন তিনি। তাঁকে বাঁচাতে গিয়ে ছেলেও বিদ্যুতায়িত হন। কিন্তু বাবা গুরুতর আহত হলেও ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দীঘকান্দি তরফদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত যুবকের নাম সাফি উদ্দিনের (৩৫)। তিনি উপজেলার দীঘলকান্দি তরফদারপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে (৬০)। মোফাজ্জল দীঘলকান্দি তরফদারপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন। আহত মোফাজ্জল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) খোকন দাস বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে সকালে মসজিদের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করতে যান মোফাজ্জল হোসেন। একপর্যায়ে ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। এ দৃশ্য দেখে বাবাকে বাঁচাতে যান ছেলে সাফি। তখন সাফি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাবা মোফাজ্জল হোসেন প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন ছেলে।’

এসআই খোকন আরও বলেন, ‘মোফাজ্জল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়েছে তাঁর স্বজনেরা এবং ছেলে সাফি উদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড