হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বোট ক্লাবের লেকে মিলল নিখোঁজ যুবকের লাশ

বগুড়া প্রতিনিধি

নিহত হাসিন রাইহান সৌমিক। সংগৃহীত ছবি

তিন দিন নিখোঁজ থাকার পর বগুড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলার বি ব্লকের বোটক্লাব-সংলগ্ন লেকে ভেসে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচার পুকুর গ্রামের তৌফিকুর রহমানের ছেলে। তবে পরিবারটি শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। পরিবারের সদস্যরা তাঁর পরিচয় নিশ্চিত করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সৌমিক জলেশ্বরীতলার বাসা থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি। ওই রাত থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল। শুক্রবার সকালে সৌমিকের বাবা বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকেই আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করছিলেন।

পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে