হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে বাসচাপায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে বাসচাপায় পুলিশের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোকামতলা পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণে মুরাদপুর এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হলেন মো. আবু মোকাদ্দেম আলী (৫৯)। তাঁর বাড়ি দিনাজপুর সদর উপজেলায়। তিনি পরিবারসহ বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় থাকতেন। আবু মোকাদ্দেম সর্বশেষ বীরগঞ্জ সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ওসি মনোয়ারুজ্জামান জানান, মোকাদ্দেম আলী মোটরসাইকেলে করে দিনাজপুর থেকে বগুড়ায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাত একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মোকাদ্দেম আলী পরিবারসহ বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় থাকতেন বলে জানান ওসি মনোয়ারুজ্জামান। তিনি বলেন, গত বছর তিনি চাকরি থেকে অবসর নিয়েছিলেন। মোকাদ্দেম আলী সর্বশেষ বীরগঞ্জ সার্কেল অফিসে কর্মরত ছিলেন।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে