হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রামে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত ৯, বাড়িঘর ভাঙচুর

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। এ সময় চারটি বাড়িঘর একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোয়াড়ী সৈয়দ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন হাবিবুর রহমান (৩৫), মাহফুজুর রহমান (২৪), কসের উদ্দিন (৫৬), জিল্লুর রহমান (৩৮), ওসমান আলী (১৮), জুয়েল রানা (৩২), আল আমিন আকাশ (২৬), আল আমিন (২০), রিয়াদ হাসান (১৭) ও আব্দুর রহিম (২৮)। আহতদের মধ্যে হাবিবুর রহমান ও মাহফুজুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, উপজেলার বৃ-কাছুটিয়া গ্রামে বিএনপি কর্মী সাইফুর রহমানের সঙ্গে জোয়াড়ী গ্রামের দুলাল হোসেনের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল শুক্রবার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

দুলাল হোসেন বলেন, ‘সাইফুর রহমানের ভাতিজা ঈমান হোসেন ও আব্দুর রহিমের সঙ্গে গাঁজা বিক্রির বিষয় নিয়ে জামাত আলীর ছেলে নাইম ও শহিদুলের ছেলে শিহাবের দ্বন্দ্ব হয়। এসংক্রান্ত আট মিনিটের একটি ভিডিও প্রকাশ প্রায়। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাইফুর রহমান বিএনপির সন্ত্রাসীদের নিয়ে এসে জামাত আলী ও শহিদুল ইসলামের বাড়িঘর ভাঙচুর করে। পরে তারা আমার বাড়িতে হামলা চালায়। আমার ভাই কসের উদ্দিন বাধা দিলে তাঁকে কুপিয়ে জখম করে। পরে আমার ভাতিজারা একত্র হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।’

সাইফুর রহমানের ভাতিজা ঈমান হোসেন বলেন, ‘আমাদের আমবাগানে দুলাল হোসেনরা সব সময় অত্যাচার করে। প্রতিবাদ করলে দলীয় প্রভাব খাটিয়ে আমাদের মারধর করে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চায়ের স্টলে রাজনৈতিক আলাপ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুলাল হোসেন লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাতে ছয়জন আহত ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা