নাটোরের বড়াইগ্রামে বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মালেকা বেগম (৪৫) নামের এক চা দোকানির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার আগ্রান বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মালেকা বেগম হলেন বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ গ্রামের দিদার আলীর স্ত্রী। তিনি আগ্রান বাজারে চা দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম বলেন, `লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় লোকজন জানান, মালেকা বেগম আজ ভোরে মাছবোঝাই গাড়িতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করার জন্য যাচ্ছিলেন। এ সময় পাশের দেওয়ালের পরিত্যক্ত তার থেকে বিদ্যুতায়িত হন তিনি। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।