হোম > সারা দেশ > নওগাঁ

পয়লা বৈশাখে নিয়ামতপুরে লাঠিখেলা দেখতে মানুষের ভিড়

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে নববর্ষ উদ্‌যাপনে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল ঐতিহ্যবাহী লাঠিখেলা। খেলা দেখতে শিশু থেকে বৃদ্ধ নানা বয়সী মানুষ ভিড় জমান।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার পয়লা বৈশাখের অনুষ্ঠানে লাঠিখেলায় অংশ নিতে আসেন ৬৫ বছর বয়স্ক আব্বাস আলী। ৪০ বছর ধরে লাঠিখেলা দলের সঙ্গে রয়েছেন। উপজেলার ভাবিচা ইউনিয়নের কাঁঠাবাড়ি এলাকার বাসিন্দা তিনি। আব্বাস আলী বলেন, ‘বয়স বাড়লেও ছাড়তে পারিনি। এখনো কোথাও লাঠিখেলা হলে চলে যাই।’ 

একই দলের হবির আলী বলেন, ‘৩০ বছর ধরে এই দলের সঙ্গে রয়েছি। দল গুছিয়ে রাখাও অনেক কষ্টের।’ তবুও যত দিন শরীর চলবে এই দলের সঙ্গেই থাকতে চান তিনি। 

দলের সমন্বয়কারী হেলাল উদ্দিন বলেন, ‘১৫ বছর ধরে এই দলের সঙ্গে কাজ করে যাচ্ছি। বয়স কম হলেও পুরো দলের দায়িত্ব পালন করতে হয়। লাঠিখেলা হারিয়ে যেতে বসেছে। সরকারি উদ্যোগ নিলে হয়তো টিকে থাকবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ বলেন, ‘লাঠিখেলা ছোট থেকেই দেখে আসছি। এটা বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। এ উপজেলার দলটিকে টিকিয়ে রাখতে উদ্যোগ নেওয়া হবে।’ 

এ ছাড়া বাংলা নববর্ষ ১৪৩১ উদ্‌যাপনে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ থেকে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি