হোম > সারা দেশ > বগুড়া

সান্তাহার জংশনে বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনে বিকল হওয়া বরেন্দ্র এক্সপ্রেস। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনে আজ শনিবার আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে ৩ দিন ঘণ্টা ২৫ মিনিট বন্ধ থাকার পর ওই জংশন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সান্তাহার রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার মৌসুমি আক্তার আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ঈশ্বরদী থেকে বিকল্প ইঞ্জিন আনার পর ট্রেনটি দুপুর ১টা ১০ মিনিটের দিকে রাজশাহী অভিমুখে ছেড়ে গেছে। এরপর ওই জংশনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সরেজমিনে জানা গেছে, নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে সান্তাহার রেলওয়ে জংশনের আউটার সিগন্যালের কাছে বন্ধ হয়ে যায়। এরপর দুপুর ১টা ১০ মিনিটের দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিনের সহকারী চালক (এএলএম) আবুল কালাম আজাদ জানান, ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন থেকে ছাড়ার পর আউটার সিগন্যালের কাছে পৌঁছালে ইঞ্জিনের ফুয়েল লাইন পুড়ে যায় এবং ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

সান্তাহার স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মৌসুমি আক্তার জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বরেন্দ্র এক্সপ্রেস আউটার সিগন্যালের কাছে আটকা পড়ে। ৩ দিন ঘণ্টা ২৫ মিনিট পর বিকল্প ট্রেন এনে চলাচল স্বাভাবিক করা হয়।

বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনের যাত্রীরা বিপাকে পড়েন। রাজশাহীগামী সান্তাহারের বাসিন্দা এনামুল হক জানান, তিনি রাজশাহীতে বিভিন্ন দাপ্তরিক কাজে যাবেন। ট্রেন নির্দিষ্ট সময় না যাওয়ায় তিনি কাজ ঠিক সময়ে করতে পারবেন কিনা তা নিয়ে চিন্তায় পড়েছেন।

ট্রেন যাত্রী জয়পুরহাটের আল আমিন জানান, তাঁর সঙ্গে রোগী আছেন। রোগীকে চিকিৎসা করানোর জন্য রাজশাহী যাচ্ছেন। এ জন্য তাঁদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার