হোম > সারা দেশ > রাজশাহী

পাবনায় রফিকুল ইসলাম খান

বাংলাদেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদী কায়েম হতে দেবে না

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাতবার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদী কায়েম হতে দেবে না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘যারাই ফ্যাসিবাদের সঙ্গে দোস্তি পাকাবে, বন্ধুত্ব করবে তাদেরকেও একই কাতারে দেখবে বাংলাদেশের মানুষ। আমরা আর কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে দেব না।’ রোববার (১১ মে) বিকেলে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাতবার্ষিকী উপলক্ষে পাবনার সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার আহ্বান জানিয়ে রফিকুল ইসলাম খান বলেন, ‘অনেকেই যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। বাংলাদেশে আর কোনো যেনতেন নির্বাচন হতে দেওয়া হবে না। তার আগে সকল গণহত্যার বিচার করতে হবে। সকল গণহত্যাকারীকে ফাঁসিতে ঝোলাতে হবে। যুদ্ধাপরাধের বিচারের নামে যাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে—এই সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল কর্মকর্তা, সাক্ষী, বিচারপতিদের বিচার করতে হবে।’

মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী, মাওলানা আব্দুস সোবহানের ছেলে নেসার আহমেদ নান্নু, মুহাম্মদ কামারুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি, আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর, আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল, মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হোসেন, সেক্রেটারি মাওলানা আব্দুর গাফফার খান, কেন্দ্রীয় শুরার সদস্য আব্দুল বাসেত খান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ প্রমুখ।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর