হোম > সারা দেশ > নাটোর

নাটোরে পিকআপ উল্টে নিহত ৬, আহত ৮

প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা বিশ্বরোড মোড়ে পিকআপ উল্টে ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন। ছয়জনের মধ্য দুজন নারী চারজন পুরুষ। আজ রোববার গুরুদাসপুরের কাছিকাটা বিশ্বরোড মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ৬ জনের মধ্য ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, টাঙ্গাইল কালিয়াকৈর মতিয়ার ছেলে আল মামুন (৪৫), নাটোরের গুরুদাসপুর বেলাল সরদারের মেয়ে তানজিলা (৩৫), মেহেরপুরের হায়দার আলীর ছেলে জসিম (৫০), কুষ্টিয়ার দৌলতপুরের বাকের আলীর ছেলে শফিকুল ইসলাম (২৫)। আহতরা গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

গাড়িতে থাকা আবুল হোসেন জানান, পিকআপটি মেহেরপুরের গাংনী থেকে ঢাকা যাচ্ছিল কাজের উদ্দেশ্যে। তাঁরা সবাই শ্রমিক ছিলেন। গাড়িটি বনপাড়া হাটিকুমরুল হাইওয়ে দিয়ে যাওয়ার পথে কাছিকাটা এলাকায় এক ট্রাককে ওভারটেক করতে গিয়ে পিকআপটি উল্টে হাইওয়ে থেকে নিচে পরে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। 

গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেজবাহ উদ্দিন সেতু বলেন, আহত সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই পরিবারের চারজন রয়েছে। হাসপাতালে আটজন চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কামুক্ত। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, গাড়িটি মেহেরপুর থেকে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে শ্রমিক ওঠায়। বনপাড়া-হাটিকুমরুল হাইওয়ের কাছিকাটা বিশ্বমোড় এলাকায় পিকআপটি উল্টে রাস্তার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স একজনের মৃত্যু হয়। গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহগুলো বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর