হোম > সারা দেশ > নাটোর

নাটোরে পিকআপ উল্টে নিহত ৬, আহত ৮

প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা বিশ্বরোড মোড়ে পিকআপ উল্টে ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন। ছয়জনের মধ্য দুজন নারী চারজন পুরুষ। আজ রোববার গুরুদাসপুরের কাছিকাটা বিশ্বরোড মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ৬ জনের মধ্য ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, টাঙ্গাইল কালিয়াকৈর মতিয়ার ছেলে আল মামুন (৪৫), নাটোরের গুরুদাসপুর বেলাল সরদারের মেয়ে তানজিলা (৩৫), মেহেরপুরের হায়দার আলীর ছেলে জসিম (৫০), কুষ্টিয়ার দৌলতপুরের বাকের আলীর ছেলে শফিকুল ইসলাম (২৫)। আহতরা গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

গাড়িতে থাকা আবুল হোসেন জানান, পিকআপটি মেহেরপুরের গাংনী থেকে ঢাকা যাচ্ছিল কাজের উদ্দেশ্যে। তাঁরা সবাই শ্রমিক ছিলেন। গাড়িটি বনপাড়া হাটিকুমরুল হাইওয়ে দিয়ে যাওয়ার পথে কাছিকাটা এলাকায় এক ট্রাককে ওভারটেক করতে গিয়ে পিকআপটি উল্টে হাইওয়ে থেকে নিচে পরে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। 

গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেজবাহ উদ্দিন সেতু বলেন, আহত সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই পরিবারের চারজন রয়েছে। হাসপাতালে আটজন চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কামুক্ত। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, গাড়িটি মেহেরপুর থেকে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে শ্রমিক ওঠায়। বনপাড়া-হাটিকুমরুল হাইওয়ের কাছিকাটা বিশ্বমোড় এলাকায় পিকআপটি উল্টে রাস্তার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স একজনের মৃত্যু হয়। গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহগুলো বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী