হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে ৩৮ দিনের শিশুর মরদেহ মিলল টয়লেটের ট্যাংকে

প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় টয়লেটের ট্যাংকের ভেতর থেকে আঁখি খাতুন নামের ৩৮ দিন বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৪টার দিকে উপজেলার চান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আঁখি পার্শ্ববর্তী পারধুনট গ্রামের ওয়াসিম প্রামাণিকের কন্যা। 
 
শিশুটির মা আদুরী খাতুন আজকের পত্রিকাকে জানায়, শনিবার বিকেল ৫টার দিকে আঁখিকে ঘরে রেখে তিনি টয়লেটে যান। এরপর ঘরে ফিরে সে তাঁর কোলের সন্তানের আর দেখা পায়নি।

স্থানীয়রা জানায়, শিশুটি নিখোঁজের পর পরিবারের সদস্য ও স্থানীয়রা খুঁজতে থাকে। এরপর প্রায় ২১ ঘণ্টা পর রোববার দুপুর ২টায় ওই বাড়ির টয়লেটের কূপে আঁখির মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে বিষয়টি ধুনট থানা-পুলিশকে অবগত বিকেল ৩টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে নিহত আঁখির বাবা ওয়াসিম প্রামাণিক বলেন, শনিবার বিকেলে শ্বশুর বাড়ি থেকে মুঠোফোনে জানায় আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর শ্বশুর বাড়ি আসি এবং মেয়ের খোঁজ করতে থাকি। রোববার দুপুরের পর শ্বশুর বাড়ির টয়লেটের ট্যাংকের ভেতর আমার মেয়ের মরদেহ পাওয়া যায়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টয়লেটের ট্যাংক থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির নানি চম্পা খাতুনকে আটক করা হয়েছে।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন