হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে মাটিবাহী ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, ট্রাক্টরে আগুন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে মাটিবাহী ট্রাক্টরের চাপায় শান্ত ইসলাম (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার নওগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নওগ্রাম এলাকার আসমত আলীর ছেলে এবং নওগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

গোপালপুর ইউপি চেয়ার আবু বক্কর সিদ্দিক বলেন, নওগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে শান্ত ইসলামও অংশগ্রহণ করে। সে বাড়ি ফেরার জন্য বিদ্যালয়ের সামনের রাস্তায় উঠলে পেছন থেকে মাটি বহনকারী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা জনতা চাপা দেওয়া ট্রাক্টরে আগুন ধরিয়ে দেন। বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিহত শিশুর বাবা আসমত আলীর বলেন, ‘প্রায় এক মাস এই রাস্তা দিয়ে মাটিবাহী গাড়ি চলাচল করছে। ধুলায় এলাকাবাসী অতিষ্ঠ। বারবার প্রশাসনকে জানানোর পরও বন্ধ হয়নি ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বহন। আজ আমার ছেলে জীবন কেড়ে নিল। আমার ছেলের মৃত্যুর বিচার চাই।’

নাম প্রকাশ না করা শর্তে এক ব্যক্তি বলেন, ‘পুলিশ আসে বন্ধ হয়ে যায়। কয়েক দিন বন্ধ থাকে। হঠাৎ আবার শুরু হয়ে যায়।’ একই শর্তে আরেক ব্যক্তি বলেন, ‘এই সমস্ত পুকুর খননের সঙ্গে সরকারি দলের নেতা-কর্মীরা জড়িত। যার কারণে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী