হোম > সারা দেশ > নওগাঁ

পিকনিকের হাঁস কিনে বাড়ি ফেরা হলো না সিয়ামের

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহার উপজেলায় পিকনিকের হাঁস কিনে বাড়ি ফেরা হলো না সিয়াম আহমেদের (১৬)। গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় সিয়াম গুরুতর আহত হন। আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সিয়াম।

জানা যায়, সিয়াম আহমেদ সাপাহার উপজেলার পাতাড়ি ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের গোলাম আজমের ছেলে। এবং সাপাহার আল হেলাল ইসলামী একাডেমির এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিয়াম আহমেদসহ তিন বন্ধু উপজেলার দীঘিরহাট থেকে পিকনিকের হাঁস কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। নিশ্চিতপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা রাস্তায় ছিটকে পড়ে। এ সময় মাইক্রোবাসের চাকায় পৃষ্ট হয়ে গুরুত্ব আহত হয় সিয়াম। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাতেই রামেকে স্থানান্তর করা হয়। আজ শুক্রবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সিয়াম। 

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবার থেকে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার