হোম > সারা দেশ > নওগাঁ

পিকনিকের হাঁস কিনে বাড়ি ফেরা হলো না সিয়ামের

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহার উপজেলায় পিকনিকের হাঁস কিনে বাড়ি ফেরা হলো না সিয়াম আহমেদের (১৬)। গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় সিয়াম গুরুতর আহত হন। আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সিয়াম।

জানা যায়, সিয়াম আহমেদ সাপাহার উপজেলার পাতাড়ি ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের গোলাম আজমের ছেলে। এবং সাপাহার আল হেলাল ইসলামী একাডেমির এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিয়াম আহমেদসহ তিন বন্ধু উপজেলার দীঘিরহাট থেকে পিকনিকের হাঁস কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। নিশ্চিতপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা রাস্তায় ছিটকে পড়ে। এ সময় মাইক্রোবাসের চাকায় পৃষ্ট হয়ে গুরুত্ব আহত হয় সিয়াম। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাতেই রামেকে স্থানান্তর করা হয়। আজ শুক্রবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সিয়াম। 

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবার থেকে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী