হোম > সারা দেশ > পাবনা

নদীর পানি প্রবাহে বাধা, চাটমোহরে সোঁতি বাঁধ অপসারণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

চিকনাই নদীর সোঁতি বাঁধ অপসারণ করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে চিকনাই নদীর কাঠগড়া এলাকা থেকে অবৈধ সোঁতি বাঁধের অবকাঠামো ও স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম। এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আ. মতিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, চিকনাই নদীতে একাধিক সোঁতি বাঁধ স্থাপন করেন একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা। নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাধা প্রদান ও নদীকে সংকুচিত করে অবৈধভাবে বাঁশ-বেড়ার অবকাঠামো দিয়ে এই বাঁধ নির্মাণ করা হয়েছিল। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সেখানে মাছ শিকার করত। সেগুলো অপসারণ করা জরুরি ছিল।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন বলেন, শুক্রবার ভ্রাম্যমাণ আদালত চিকনাই নদীর কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে একটি সোঁতি বাঁধের অবকাঠামো ও স্থাপনা অপসারণ করেন। এ সময় স্থাপনকারীরা নিজেরাই স্থাপনা ভেঙে ফেলেন। এ বিষয়ে অভিযান চলমান থাকবে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার