হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় হিরো আলমসহ ১৪ জনের জামানত বাজেয়াপ্ত

বগুড়া প্রতিনিধি

জাতীয় সংসদের উপনির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে আলোচিত প্রার্থী হিরো আলমসহ জামানত হারিয়েছেন ৯ জন। অপর দিকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামানত হারিয়েছেন ৫ জন। সব মিলিয়ে এই ২ আসনের উপনির্বাচনে জামানত হারিয়েছেন মোট ১৪ প্রার্থী।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগের থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। কিন্তু এই ১৪ প্রার্থীর মধ্য কেউ তা পূরণ করতে না পারায় তাঁরা জামানাত হারিয়েছেন।

বগুড়া-৬ আসনে প্রদত্ত ৯১ হাজার ৭৪২ ভোট পড়েছে। এর আট ভাগের এক ভাগ ভোট ১১ হাজার ৪৬৮টি। জামানত রক্ষা করতে হলে এই পরিমাণ ভোট পেতে হতো। কিন্তু তা না পাওয়ায় এ আসনে ১১ প্রার্থীর মধ্যে ৯ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন জাতীয় পার্টির প্রার্থী সাবেক হুইপ নূরুল ইসলাম ওমর, আশরাফুল আলম ওরফে হিরো আলম, সাবেক বিএনপি নেতা সরকার বাদল, রাকিব হাসান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী ইমদাদুল হক ইমদাদ, মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল, খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম, জাকের পার্টির ফয়সাল বিন শফিক ও গণফ্রন্টের আফজাল হোসেন।

এদিকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ভোট পড়েছে ৭৮ হাজার ৫২৪টি। জামানত ফিরে পেতে হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ন্যূনতম ৯ হাজার ৮১৫ ভোট পেতে হবে। কিন্তু ওই আসনে মোট ৯ জন প্রার্থীর মধ্যে পাঁচজনই সেই ভোট পাননি। ফলে তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তবে হিরো আলম এ আসনে জামানত হারাননি। এ আসনে তিনি ১৯ হাজার ৫৭১ ভোট পেয়েছেন।  

এ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল ফারুক, জাকের পার্টির আব্দুর রশিদ সরকার, বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দিন মণ্ডল, গোলাম মোস্তফা ও ইলিয়াস আলী।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ‘নিয়ম অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। যাঁরা তা পাননি তাঁদের তালিকা করা হচ্ছে।’

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে