হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে যমুনার পানি বৃদ্ধি, হুমকিতে বন্যানিয়ন্ত্রণ বাঁধ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে যমুনা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাচ্ছে। আজ সোমবার নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প এলাকার প্রায় ৩০ মিটার অংশে সিসি ব্লক ধসে পড়েছে। 

ফলে হুমকিতে পড়েছে পুরো প্রকল্প এলাকা, তীরবর্তী বসতভিটা ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ। গতকাল রোববার সকালে নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে এ ধস শুরু হয়। 

এ বিষয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নিবারন চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে যমুনা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প এলাকার একটি অংশে ভাঙন দেখা দিয়েছে।

নিবারন চক্রবর্তী জানান, ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। 

সূত্রে জানা গেছে, যমুনা নদীর অব্যাহত ভাঙন রোধ করতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ডান তীর সংরক্ষণ প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ২০১৬ সালে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে রঘুনাথপুর ভান্ডারবাড়ি এলাকার ৬০০ মিটার অংশে বাঁধ রক্ষায় কাজ করা হয়। নদীর তীরে স্লোপ করে তার ওপর জিও চট বিছিয়ে সিসি ব্লক প্রতিস্থাপনের মাধ্যমে এই কাজ শেষ করা হয়। 

রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আমির হোসেন বলেন, প্রতিবছরই যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। তার গ্রামের তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দেওয়ায় এলাকার লোকজন শঙ্কিত হয়ে পড়েছে। অতি সত্বর মেরামতের ব্যবস্থা নেওয়া না হলে বসতভিটা রক্ষা করা যাবে না।

ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বাবু আজকের পত্রিকাকে বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে রথুনাথপুর গ্রামে ডান তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ধসে গেছে। 

বেলাল হোসেন বলেন, ভাঙন স্থানে জরুরি ভিত্তিতে মেরামত না করলে ভয়াবহ আকার ধারণ করতে পারে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত ভাঙন স্থানে মেরামত করার জন্য অনুরোধ করা হয়েছে। 

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

রাজশাহীর ১১ পয়েন্টে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল