হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় আ.লীগ নেতা মোহনের বিরুদ্ধে দুদকের মামলা

বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৯ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৩০০ টাকার সম্পদ অবৈধভাবে আয় করার অভিযোগে এই মামলা করা হয়েছে। এ ছাড়া সম্পদ বিবরণী দাখিলের সময় তথ্য গোপন রাখার অভিযোগ উঠেছে এই নেতার বিরুদ্ধে। 

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন দুদকের সমন্বিত কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক আমিনুল ইসলাম। এর আগে এ দিনই দুদকের কর্মকর্তা আমিনুল বাদী হয়ে মোহনের বিরুদ্ধে মামলা করেন। 

দুদকের কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘প্রথমে আওয়ামী লীগের নেতা মোহনের কাছে সম্পদ বিবরণী চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ১৮ আগস্ট সম্পত্তির হিসাব দেন তিনি (মোহন)। এর মধ্যে ৯ কোটি ৮৭ লাখ ৩০০ টাকার সম্পদ আয়ের বৈধ কোনো উৎস দেখাতে পারেননি তিনি। এ ছাড়া হিসাব বিবরণীতে প্রায় ২৩ লাখ টাকার সম্পদ গোপন রাখেন মোহন, যা পরবর্তী সময়ে আমরা জানতে পারি।’

মামলার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের নেতা মোহন বলেন, ‘এখনো অভিযোগ বিষয়ে জানি না। আমি সব সম্পদের হিসাবই দাখিল করেছি। তার পরও মামলা যদি হয়েই থাকে, তাহলে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এখন বাকিটা আদালতেই জবাব দেব।’

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত