হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় আ.লীগ নেতা মোহনের বিরুদ্ধে দুদকের মামলা

বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৯ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৩০০ টাকার সম্পদ অবৈধভাবে আয় করার অভিযোগে এই মামলা করা হয়েছে। এ ছাড়া সম্পদ বিবরণী দাখিলের সময় তথ্য গোপন রাখার অভিযোগ উঠেছে এই নেতার বিরুদ্ধে। 

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন দুদকের সমন্বিত কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক আমিনুল ইসলাম। এর আগে এ দিনই দুদকের কর্মকর্তা আমিনুল বাদী হয়ে মোহনের বিরুদ্ধে মামলা করেন। 

দুদকের কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘প্রথমে আওয়ামী লীগের নেতা মোহনের কাছে সম্পদ বিবরণী চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ১৮ আগস্ট সম্পত্তির হিসাব দেন তিনি (মোহন)। এর মধ্যে ৯ কোটি ৮৭ লাখ ৩০০ টাকার সম্পদ আয়ের বৈধ কোনো উৎস দেখাতে পারেননি তিনি। এ ছাড়া হিসাব বিবরণীতে প্রায় ২৩ লাখ টাকার সম্পদ গোপন রাখেন মোহন, যা পরবর্তী সময়ে আমরা জানতে পারি।’

মামলার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের নেতা মোহন বলেন, ‘এখনো অভিযোগ বিষয়ে জানি না। আমি সব সম্পদের হিসাবই দাখিল করেছি। তার পরও মামলা যদি হয়েই থাকে, তাহলে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এখন বাকিটা আদালতেই জবাব দেব।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর