হোম > সারা দেশ > বগুড়া

খবর সংগ্রহ করতে গিয়ে দুর্ঘটনায় আহত সাংবাদিকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

হত্যার ঘটনার ফুটেজ এবং তথ্যের সন্ধানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন সাংবাদিক কমলেশ মোহন্ত শানু। পাঁচ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। 

কমলেশ মোহন্ত শানু বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ পদে ছিলেন এবং বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। 

এর আগে শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে বাসের ধাক্কায় আহত হন তিনি। মোটরসাইকেলের আরোহী হয়ে মেডিকেল থেকে মোহাম্মদ আলী হাসপাতাল লিংক রোডে যাওয়ার পথে মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। এ ঘটনায় মোটরসাইকেল চালক সামান্য আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

সাংবাদিক শানুর মৃত্যুর তথ্য নিশ্চিত করে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু বলেন, ‘গত শুক্রবার নামাজগড় এলাকায় একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মরদেহের ফুটেজ এবং তথ্য নেওয়ার জন্য শানু শজিমেক হাসপাতালে যান। এরপর মোটরসাইকেল নিয়ে ফেরার পথে মেডিকেলের গেটে দুর্ঘটনার শিকার হন তিনি। মাথায় আঘাত পেয়ে পাঁচ দিন আইসিইউতে ছিলেন তিনি। আজ মারা গেলেন।’ 

মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক লালন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মেডিকেল কলেজ গেটের সামনে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় আহত হন বৈশাখী টিভির সাংবাদিক। আমরা গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়। আজ মারা গেছেন। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’ 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাতের ফলে সাংবাদিক শানুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’ 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার