হোম > সারা দেশ > পাবনা

মায়ের চেয়ে ছেলে ৮ বছরের বড়!

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ার বাসিন্দা মোছা. মাজেদা বেগমের বয়স ৭৪ বছর। কিন্তু জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তাঁর বর্তমান বয়স ৪৬। সে হিসাবে ছেলে মাজেদ আলীর চেয়েও তাঁর বয়স আট বছর কমে গেছে।

মাজেদা বেগমের বাড়ি উপজেলার পাটুলীপাড়া গ্রামে। তিনি বলেন, তাঁর জন্ম ১৯৪৯ সালে। কিন্তু এনআইডিতে তাঁর জন্ম দেখানো হয়েছে ১৯৭৭ সালে। তাঁর ছেলে মাজেদ আলীর জন্ম ১৯৬৯ সালে। তাতে ছেলের চেয়ে তাঁর বয়স আট বছর কম। এনআইডি কার্ডে এমন ভুল তথ্যের কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাঁদের। এনআইডি কার্ডে বয়স কম থাকায় দীর্ঘদিন ধরে মৃত স্বামীর পেনশনের টাকা পেতে সমস্যা হচ্ছে।

মাজেদা বেগম বলেন, তাঁর স্বামী মছলেমুদ্দীন প্রামাণিক রেলওয়েতে চাকরি করতেন। ২০ বছর আগে তিনি মারা যান। স্ত্রী হিসেবে তাঁর পেনশনের টাকা পাচ্ছেন তিনি। কিন্তু এনআইডি কার্ডে বয়স কম থাকায় যে পরিমাণ চিকিৎসা ভাতা পাওয়ার কথা ছিল, তা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি।

বৃদ্ধার ছেলে মাজেদ আলী বলেন, এনআইডি কার্ডে তাঁর বয়স মায়ের চেয়ে আট বছর বেশি এসেছে। এই ভুলের কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাঁদের। এ নিয়ে অনেকেই হাসাহাসি করে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উপজেলা নির্বাচন অফিস থেকে তাঁদের এনআইডি কার্ড সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য তিনি প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করতে বলেছেন।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী