হোম > সারা দেশ > নওগাঁ

প্রিপেইড মিটার স্থগিতের দাবিতে নওগাঁয় নেসকো অফিস ঘেরাও

 নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ ও বিদ্যুৎ বিতরণ সংস্থা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) অফিস ঘেরাও করেছেন এলাকাবাসী। আজ বুধবার বেলা ১১টার দিকে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ শেষে সংগঠনের নেতারা নেসকোর নওগাঁ কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দেন।

সরেজমিনে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড়ে জড়ো হন বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির নেতা ও সাধারণ গ্রাহকেরা। পরে মিছিল নিয়ে কাঁঠালতলী মোড়ে অবস্থিত নেসকোর বিক্রয় ও বিতরণ অফিস ঘেরাও করেন তাঁরা। এ সময় নওগাঁ-সান্তাহার সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল, বিদ্যুৎ খাতের সংস্কার এবং গ্রাহকের ভোগান্তি নিরসনের দাবি জানান।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নওগাঁ জেলা শাখার আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল বলেন, বিদ্যুৎ খাতের লুটপাট দীর্ঘদিন ধরেই চলছে। তিনি অভিযোগ করেন, জনগণের অর্থ লুটপাটের এই প্রক্রিয়া বন্ধ না করে গ্রাহকদের আরও হয়রানির মধ্যে ফেলা হচ্ছে।

বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্যসচিব আলিমুর রেজা রানা বলেন, প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করে পুরোনো মিটারের ত্রুটি সংশোধন করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনমত উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপন করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে নওগাঁ নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদুল হাসান বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আপাতত প্রিপেইড মিটার স্থাপন স্থগিত হচ্ছে। গণশুনানির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান