হোম > সারা দেশ > বগুড়া

ডিবির ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রতিনিধি, বগুড়া

বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি আব্দুর রাজ্জাককে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। এছাড়াও আরও তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

বুধবার রাতে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত আইজি ড. মো. মমিনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এ বদলি করা হয়েছে। এ ছাড়া আগামী ২১ আগস্টের মধ্যে ছাড়পত্র গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে এই প্রজ্ঞাপনে। 

এদিকে জেলা পুলিশের রিজার্ভ অফিসের পুলিশ পরিদর্শক অর্পন কুমার দাসকে পাবনা জেলায়, শাজাহানপুর থানার এসআই আব্দুর রাজ্জাক শেখকে চাপাইনবাবগঞ্জ জেলায় এবং গাবতলী মডেল থানার এসআই আব্দুল কুদ্দুসকে সিরাজগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। বুধবার পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মো. আব্দুল বাতেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি হওয়া তিনজনকে আগামী ১৮ আগস্টের মধ্যে ছাড়পত্র গ্রহণ করতে হবে। অন্যথায় ১৯ আগস্ট তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

এর আগে ব্যবসায়ীকে মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে গত ২৫ জুলাই জেলা গোয়েন্দা পুলিশের এসআই শওকত হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এমরান মাহমুদ তুহিনকেও রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত