হোম > সারা দেশ > রাজশাহী

ডাচ্‌-বাংলা এজেন্টের ২ কর্মচারীকে ২৮ লাখ টাকাসহ অপহরণের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ্‌-বাংলা ব্যাংকের দুই এজেন্টকে অপহরণ করে ২৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া শহরের সরকারি আকবর আলী কলেজের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অপহৃতরা হলেন—উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া মহল্লার মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)। তাঁরা দুজনই এজেন্ট ব্যাংকিংয়ের কর্মচারী।

ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট মীর বাবু বলেন, মামুন ও মিরাজ মোটরসাইকেলে ২৮ লাখ টাকা নিয়ে উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে যাচ্ছিলেন। তাঁরা উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ রোড এলাকায় পৌঁছালে ৫-৬ জন অপহরণকারী মাইক্রোবাস থেকে নেমে দুই কর্মচারীর মুখ চেপে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। বিষয়টি জানার পর আমরা পুলিশকে জানাই। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে।

পরিদর্শক নিয়ামুল হক বলেন, অপহরণের তথ্যটি জানার পর আমরা দুই কর্মচারী ও টাকা উদ্ধারে অভিযান চালাই। অভিযান চলাকালে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে নিয়ামতপুর সড়কের পাশ থেকে ওই দুই কর্মচারীকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বলছেন, অপহরণকারীরা ২৮ লাখ টাকা নিয়ে তাঁদের মহাসড়কের পাশে ফেলে গেছে।

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা