হোম > সারা দেশ > নাটোর

কোল থেকে রাস্তায় ছিটকে পড়া সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবারও

লালপুর (নাটোর) ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

আত্মীয়ের দাফন শেষে পরিবার নিয়ে সিএনজি অটোরিকশায় ফিরছিলেন মাহাবুব আলম (৪০)। পথে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে ১৫ মাস বয়সী শিশুসন্তান আব্দুর রহমান বাবার কোল থেকে ছিটকে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বাবা-ছেলে দুজনই।

পাবনার ঈশ্বরদীতে গতকাল মঙ্গলবার ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত মাহাবুব আলম রাজশাহীর বাঘার চাঁদপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে ডাক্তার নায়েবের ছেলে। তিনি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের ফার্মাসিস্ট ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার মাহবুব আলম নাটোরের লালপুরের মোমিনপুর গ্রামে পরিবার নিয়ে ভাইয়ের শাশুড়ি কামাল উদ্দিনের স্ত্রী চায়না বেগমের দাফন করতে আসেন। জানাজার পর দাফন শেষে স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা করে পাবনায় ফিরছিলেন। রাত ১২টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড়ে বেপরোয়া অটোরিকশা ও ট্রাক্টরের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় তাঁর কোলে থাকা ১৫ মাস বয়সী শিশুসন্তান আব্দুর রহমান ছিটকে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বাবা ও ছেলে দুজন ঘটনাস্থলেই মারা যান। স্ত্রী শারমিন আক্তার ও আরেক সন্তান তাশফিক রহমান আহত হন। আহত সিএনজি অটোচালককে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবির কুমার দাশ ও সহকারি কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার সান্যাল বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা