হোম > সারা দেশ > রাজশাহী

পৌর ভবনে আগুন, পুড়ল টিসিবির পণ্য

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া পৌরসভার পুরোনো ভবনে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর পুঠিয়া পৌরসভার পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টিসিবির বিভিন্ন পণ্য পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ভবনটিতে আগুন লাগে।

পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সরোয়ার হোসেন বলেন, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটিতে টিসিবির তেল, চাল ও মসুর ডাল রাখা ছিল। আগুনে এসব পণ্য নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সরোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কারণ, যেখানে আগুন লাগে, সেখানে একটি বৈদ্যুতিক বোর্ড ছিল, যা আগুনে পুড়ে গেছে। তেলের কারণে আশপাশ ভিজে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলেও জানান তিনি।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, ভবনটি পৌরসভার পুরোনো ভবন। সেখানে কোনো অফিশিয়াল কার্যক্রম চলে না। এটি বর্তমানে গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে। অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কারণ, টিসিবির বেশির ভাগ পণ্য ইতিমধ্যে গত বুধবার ও গতকাল বিক্রি করা হয়েছিল। ফলে গুদামে খুব বেশি মালামাল ছিল না।

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ