হোম > সারা দেশ > পাবনা

দুই চেয়ারম্যানের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪ 

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়ায় দুই চেয়ারম্যানের পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ৩৮ জনের নামে এবং অজ্ঞাতনামা ৫–৭ জনকে আসামি করা হয়েছে। আজ সোমবার ভোরে মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলার সোনাতলা গ্রামের মামুন অর রশিদ (৪০), মুরাদ হোসেন (২৯) এবং আব্দুর গফুর (৪২) ও আলমগীর হোসেন (৩৫)। 

নাগডেমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান এবং সাবেক চেয়ারম্যান ও নাগডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের মধ্যে দীর্ঘদিন ধরে হামলা, মামলার বিরোধ চলে আসছিল। এর জেরে চেয়ারম্যান হাফিজুর ও তাঁর সমর্থকেরা দীর্ঘদিন গ্রাম ছাড়া ছিলেন। তিনি গতকাল রোববার সকালে গ্রামছাড়া সমর্থকদের নিয়ে বাড়িতে আসেন। এ খবর জানার পর সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। 

এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া থেকে একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় বাড়িঘর ভাঙচুরসহ উভয় পক্ষের ১১ জন আহত হন। পরে থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। 

এ ঘটনায় সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের সমর্থক আফাজ ফকিরের ছেলে আব্দুল মান্নান বাদী হয়ে থানায় মামলা করেছেন। 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নাগডেমরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে এলাকায় সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ সোমবার দুপুরে পাবনা আদালতে পাঠানো হয়েছে।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান