হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী জেলা পরিষদের নির্বাচনে জয়ী হয়েছেন মীর ইকবাল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। তিনি কাপ-পিরিচ প্রতীকে ৫৯৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান আকতার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৬৬ ভোট।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মীর ইকবাল ৩২ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আখতারুজ্জামান আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ছিলেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবদুল জলিল জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন এক হাজার ১৮৫ জন। এর মধ্যে এক হাজার ১৭৫ জন ভোট দিয়েছেন। ভোট পড়ার হার ৯৯ দশমিক ১৬ শতাংশ।

অন্য দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল তালগাছ প্রতীকে ৭ এবং আফজাল হোসেন আনারস প্রতীকে ৪ ভোট পেয়েছেন।

এর আগে সোমবার সকাল ৯টা থেকে একটানা ভোট গ্রহণ করা হয় দুপুর ২টা পর্যন্ত। জেলার ৯টি উপজেলার ৯টি ভোটকেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হয়। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো ছিল।

জেলা পরিষদের নয়টি সাধারণ ওয়ার্ডের জন্য ৩১ জন এবং তিনটি সংরক্ষিত নারী আসনের জন্য ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড