হোম > সারা দেশ > বগুড়া

আদমদীঘিতে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকার পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় নওগাঁ জেলার আত্রাই থানার শাহাগোলা রেলওয়ে স্টেশন একজন এবং তিলকপুরে পৌনে ১টার দিকে রেলওয়ে স্টেশনের পাশে রায়নগর নামক স্থানে একজনের মৃত্যু হয়। 

পৃথক দুটি ঘটনায় নিহতরা হলেন, নওগাঁ জেলার আত্রাই থানার শাহাগোলা গ্রামের কামাল হোসেনের ছেলে জিয়া (২০) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রায়নগর গ্রামের মৃত আছের আলীর ছেলে খায়রুল ইসলাম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার রেলওয়ে থানাধীন নওগাঁ জেলার আত্রাই থানার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী ডাউন রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন জিয়া (২০)। অন্যদিকে তিলকপুরে দুপুর পৌনে ১টার দিকে রেলওয়ে স্টেশনের পাশে রায়নগর নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন খায়রুল ইসলাম (৪৫)।

এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তে ছাড়া মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় দুইটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু