হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় পুলিশের বাধায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে পারেননি বিএনপির নেতা-কর্মীরা। বাধা পেয়ে বিএনপির নেতা-কর্মীরা শহরের শহীদ খোকন পার্কের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয় থেকে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) দিকে রওনা দেন। শহীদ খোকন পার্কের কাছে মিছিলটি পৌঁছার পরপরই পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধা অতিক্রম করতে গেলে সেখানে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের বাধার মুখে পিছু হটে শহীদ খোকন পার্কের সামনে অবস্থান নেন। 

সেখান থেকে বিএনপির একটি প্রতিনিধিদল নেসকো কার্যালয়ে গিয়ে নির্বাহী প্রকৌশলী আব্দুল মুন্নাফের কাছে স্মারকলিপি দেন। নির্বাহী প্রকৌশলী আব্দুল মুন্নাফ এ সময় স্মারকলিপির বিষয়বস্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন। 

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী আজকের পত্রিকাকে বলেন, বিদ্যুৎ অফিস স্পর্শকাতর ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। সেখানে একসঙ্গে বিপুল পরিমাণ মানুষের প্রবেশ করার সুযোগ নেই। এ কারণে বিএনপির কয়েকজন নেতাকে স্মারকলিপি প্রদানে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। অন্যরা সে সময় বাইরে অবস্থান করেন। তিনি আরও বলেন, পুলিশ বিএনপির কর্মসূচিতে কোনো প্রকার বাধা দেয়নি, বরং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে সহযোগিতা করেছে।

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা