হোম > সারা দেশ > বগুড়া

শেখ হাসিনা জুলাই-আগস্ট আন্দোলনে নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিলেন: মান্না

বগুড়া প্রতিনিধি        

বগুড়া সাতমাথা মুক্তমঞ্চে জেলা নাগরিক ঐক্যের গণ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘শেখ হাসিনা জুলাই-আগস্ট আন্দোলনে নির্বিচারে মানুষকে গুলির নির্দেশ দিয়েছিলেন। ৩ আগস্ট তিনি সেনাপ্রধানকে এই নির্দেশ দেন ও বিমানবাহিনীর প্রধানকে বলেছিলেন, যত হেলিকপ্টার লাগে নামাও, ভয় দেখাও। কিন্তু তাঁরা বলেছিলেন সম্ভব নয় ম্যাডাম। কারণ, একজন মারা গেলে শত শত ছাত্র-জনতা এগিয়ে আসে।’

আজ শনিবার বিকেলে বগুড়া শহরের সাতমাথা মুক্তমঞ্চে জেলা নাগরিক ঐক্যের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই দেশে যতবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেই ভোটে কোনো চুরি হয়নি। সবাই বলছে, দেশ বদলানোর জন্য সংস্কার করতে হবে। অনেকে বলেন, আগে সংস্কার তারপর নির্বাচন, আর আমি বলি সংস্কার ও নির্বাচন দুটোই একসঙ্গে। আমরা কেবল সরকার বদলের লড়াই করছি না, আমরা দেশ বদলের লড়াই করছি, মানুষের ভাগ্য বদলানোর লড়াই করছি।’

সমাবেশ শেষে ১১ সদস্যবিশিষ্ট বগুড়া শহর কমিটি ঘোষণা করেন মাহমুদুর রহমান মান্না। এতে আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ আলী সিদ্দিক ও সদস্যসচিব আবুল কালাম আজাদ।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত