হোম > সারা দেশ > বগুড়া

শেখ হাসিনা জুলাই-আগস্ট আন্দোলনে নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিলেন: মান্না

বগুড়া প্রতিনিধি        

বগুড়া সাতমাথা মুক্তমঞ্চে জেলা নাগরিক ঐক্যের গণ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘শেখ হাসিনা জুলাই-আগস্ট আন্দোলনে নির্বিচারে মানুষকে গুলির নির্দেশ দিয়েছিলেন। ৩ আগস্ট তিনি সেনাপ্রধানকে এই নির্দেশ দেন ও বিমানবাহিনীর প্রধানকে বলেছিলেন, যত হেলিকপ্টার লাগে নামাও, ভয় দেখাও। কিন্তু তাঁরা বলেছিলেন সম্ভব নয় ম্যাডাম। কারণ, একজন মারা গেলে শত শত ছাত্র-জনতা এগিয়ে আসে।’

আজ শনিবার বিকেলে বগুড়া শহরের সাতমাথা মুক্তমঞ্চে জেলা নাগরিক ঐক্যের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই দেশে যতবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেই ভোটে কোনো চুরি হয়নি। সবাই বলছে, দেশ বদলানোর জন্য সংস্কার করতে হবে। অনেকে বলেন, আগে সংস্কার তারপর নির্বাচন, আর আমি বলি সংস্কার ও নির্বাচন দুটোই একসঙ্গে। আমরা কেবল সরকার বদলের লড়াই করছি না, আমরা দেশ বদলের লড়াই করছি, মানুষের ভাগ্য বদলানোর লড়াই করছি।’

সমাবেশ শেষে ১১ সদস্যবিশিষ্ট বগুড়া শহর কমিটি ঘোষণা করেন মাহমুদুর রহমান মান্না। এতে আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ আলী সিদ্দিক ও সদস্যসচিব আবুল কালাম আজাদ।

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা