হোম > সারা দেশ > নাটোর

এক সঙ্গে পরীক্ষা দিয়ে পাস করেছে বাবা-ছেলে

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় এক সঙ্গে এসএসসি পরীক্ষা দেওয়া বাবা ইমামুল ইসলাম ৪.৭৯ এবং ছেলে আবু রায়হান ৪.৮২ পেয়ে পাস করেছে। আজ সোমবার দেওয়া ফলাফলে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে তারা পাস করেছেন। 

বাবা ইমামুল ইসলাম বলেন, ‘পাস করার পর খুব ভালো লাগছে। এই অনুভূতির কথা মুখে বলে বোঝানোর মতো নয় বলে। আমি আবারও কলেজে ভর্তি হব এবং মাস্টার্স পাস না করা পর্যন্ত লেখাপড়া চালিয়ে যাব।’ 

বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুন্নাহার বলেন, এসএসসি পরীক্ষায় পাস করায় বাবা-ছেলে দুজনকেই শুভকামনা জানাচ্ছি। 

জানা গেছে, লেখাপড়া করার একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও সংসারের অভাব-অনটনের কারণে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পরে আর স্কুলে যাওয়া হয়নি ইমামুলের। গত ২৪ বছর আগে জীবিকার তাগিদে ঢাকায় পাড়ি জমান তিনি। সেখানকার গার্মেন্টসে প্রায় ১৮ বছর কাজ করেন। পরবর্তীতে ২০১৬ সালে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসেন ইমামুল। এরপর ২০২০ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ছেলের সঙ্গে ভর্তি হন তিনি। 

উল্লেখ্য, বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নিজস্ব কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন বাবা-ছেলে। তারা উপজেলার পাকা ইউনিয়নের চকতকিনগর গ্রামের বাসিন্দা। 

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন