হোম > সারা দেশ > নাটোর

নাটোরে সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

নাটোর প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরের বনপাড়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। আজ মঙ্গলবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাবনার চাটমহর উপজেলার কেশবপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোতালেব হোসেন (৪৫) ও একই এলাকার মৃত জয়েন প্রামাণিকের ছেলে শাহ আলম (৪৭)।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকার ১০ নম্বর ব্রিজে দুটি মৃতদেহ পড়ে আছে, এমন সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। তাদের পকেটে থাকা কাগজপত্র থেকে তাদের পরিচয় জানা গেছে। তবে কোন ধরনের যান তাদের চাপা দিয়েছে তা জানা যায়নি।

তিনি জানান, মহাসড়কের ১০ নম্বর ব্রিজটি নির্জন ও আশপাশে কোনো দোকানপাট নেই। সচরাচর এ ব্রিজ দিয়ে বড় যানবাহন চলে। তাই কোন গাড়ি চাপা দিয়ে চলে গেছে বা নিহত দুজন কোন দিকে যাচ্ছিলেন কিছুই জানা যায়নি। তবে তাদের যে কোন দ্রুতগতির যান চাপা দিয়েছে তা নিশ্চিত। মৃতদেহ দুটি বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী