হোম > সারা দেশ > রাজশাহী

বৃষ্টিতে মাটির ঘরের দেয়ালধস, চাপা পড়ে ১ জনের মৃত্যু

বগুড়া ও শাজাহানপুর প্রতিনিধি

কিবরিয়া। ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে ভারী বৃষ্টিপাতে ঘরের মাটির দেয়াল ধসে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলতলা এলাকায় পুকুরপাড় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কিবরিয়া (৫০)। তাঁর বাড়ি রাজশাহীর মতিহার থানার বুথপাড়া এলাকায়। তিনি ১৮ বছর ধরে শাজাহানপুর উপজেলার ফুলতয়াল পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় একাই থাকতেন এবং ইলেকট্রিকমিস্ত্রির কাজ করতেন।

খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে মাটি সরিয়ে কিবরিয়াকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। প্রচুর বৃষ্টিপাতের কারণে রেজাউল করিমের মাটির ঘরের দেয়াল ধসে কিবরিয়ার ওপর পড়ে। আমাদের লোকজন মাটি সরিয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেন।’

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আল মাহমুদ বলেন, রাত থেকে বগুড়ায় ভারী বৃষ্টি শুরু হয়। সকালে অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়ির দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় থাকা কিবরিয়ার ওপরে পড়ে। তাঁকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আল মাহমুদ আরও বলেন, কিবরিয়ার একটা মেয়ে রয়েছে। রাজশাহীতে পড়াশোনা করেন। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর তিনি বগুড়ায় একাই বসবাস করছিলেন। তাঁর লাশ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

শাজাহানপুর থানার ‍ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা কিবরিয়াকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিবরিয়াকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ