হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী শহরের ওপারে চর মাজারদিয়াড় সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকায় অন্তত ১৬ জন শ্রমিক ছিলেন। এর মধ্যে ১২ জন সাঁতরে তীরে এসেছেন। আর রাজু, সবুজ, মোহাম্মদ আলী ও ফারুক নামের চার শ্রমিক নিখোঁজ রয়েছেন। 

পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির বলেন, ১৬ জন শ্রমিক পদ্মার চরে কাজে গিয়েছিলেন। কাজ শেষে সন্ধ্যায় তারা একটি ডিঙি নৌকায় বাড়ি ফিরছিলেন। তীব্র স্রোতের কারণে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকাতে থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে ওঠেন। আর চারজন পানিতে ডুবে নিখোঁজ হন। 

তিনি জানান, সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা অনেক চেষ্টা করেও নিখোঁজদের উদ্ধার করতে পারেনি। পরে বিষয়টি রাজশাহী সদর ফায়ার সার্ভিসকে জানানো হয়। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদের আসার কথা রয়েছে। তবে রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। 

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, কেউ বলছেন তিনজন আবার কেউ বলছেন চারজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি রাজশাহী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা উদ্ধার অভিযানে যাবেন।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার