হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় দিন-দুপুরে চলন্ত অটোতে ছিনতাইয়ের শিকার মা-মেয়ে 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার দুই নারী যাত্রীর স্বর্ণালঙ্কার ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই অটোরিকশার চালক ও তাঁর সহযোগীর ছিনতাইয়ের শিকার হওয়া যাত্রীরা সম্পর্কে মা-মেয়ে। 

গতকাল রোববার সন্ধ্যায় ছিনতাইয়ের ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আরতি। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে সদরের উপশহর এলাকার ফাঁকা সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

ছিনতাইয়ের শিকার হওয়া আরতি ও তাঁর মা গীতা রানী সদরের কৈপাড়া এলাকার বাসিন্দা। 

অভিযোগ সূত্রে জানা গেছে, আরতি ও তাঁর মা গীতা রানী বগুড়া গাবতলী উপজেলার কাগৈল গ্রামে এক আত্মীয়র বাড়িতে যাওয়ার উদ্দেশে শহরের দত্তবাড়ি থেকে অটোরিকশা ভাড়া করেন। তারা ২০০ টাকা চুক্তিতে ওই অটোতে ওঠেন। চালক গাবতলীর উদ্দেশে যাত্রা শুরু করার পর যানজটের অজুহাত দেখিয়ে পথ পরিবর্তন করেন। তিনি বগুড়া করোনেশন স্কুলের মোড় দিয়ে যেতে থাকেন। সেখান থেকে তাঁর সহযোগীকে অটোতে তুলে নেন। পরে শহরের উপশহর এলাকার ফাঁকা সড়কে গিয়ে চলন্ত অটোতে চালকের ওই সহযোগী যাত্রীদের সামনে চাকু ধরেন। যাত্রী মা-মেয়ের গলা, নাক-কান ও আঙুলে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন। মা-মেয়ের কাছ থেকে মোট এক ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন তারা। পরে অটো থামিয়ে অস্ত্রের মুখে তাদেরকে (মা-মেয়ে) নামিয়ে দেওয়া হয়। একই সঙ্গে আরেকটি অটোতে তাদেরকে উঠিয়ে দেন ছিনতাইকারী দুজন। দিনদুপুরে প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও অস্ত্রের ভয়ে চিৎকার করেননি ভুক্তভোগীরা। 

সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত