হোম > সারা দেশ > নাটোর

সন্তানরা থাকেন দালানে, ঝুপড়ি ঘরে যন্ত্রণায় কাতরাচ্ছেন শতবর্ষী মা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

রাখি মণ্ডল। বয়স প্রায় ১০৭ বছর অতিক্রম করেছে। স্বামী রিকাত মণ্ডল অনেক আগেই মৃত্যু বরণ করেছেন। রাখি মণ্ডল এখন শ্রবণ শক্তিও হারিয়েছেন। দুই সন্তানের অযত্ন অবহেলায় যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। আশ্রয় হয়েছে নিজ বাড়ির একটি ভাঙা ঝুপড়ি ঘরে। অথচ দুই ছেলে থাকেন দালান কোঠায়। এই অমানবিক ঘটনাটি ঘটেছে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে। 

রাখি মণ্ডল ও তার স্বামী মৃত-রিকাত মণ্ডল এক সময় জীবনের সবটুকু শ্রম দিয়েছেন পরিবারের জন্য। করেছিলেন নিজস্ব কিছু জমিও। অথচ বৃদ্ধ বয়সে স্যাঁতসেঁতে পাঁচ হাতের মধ্যে তৈরি একটি পাট কাঠির ঝুপড়ি ঘরে জীবন কাটাতে হচ্ছে তাঁকে।   

সরেজমিন আজ বুধবার রাত ৮ দিকে গিয়ে দেখাযায় ও স্থানীয়রা জানান, দুই ছেলে রয়েছে রাখি মণ্ডলের। বড় ছেলে আনছার মণ্ডল (৪৫) ও ছোট ছেলে ছামছু মণ্ডল (৪০)। তাঁদেরও ছেলে মেয়ে হয়েছে। সবাইকেই বিয়ে দিয়ে নিজ বাড়িতে দালান কোঠায় রেখেছেন। সন্তানদের ভবিষ্যৎ চিন্তায় কঠোর পরিশ্রম করে গড়েছিলেন চাষাবাদ করার জন্য কিছু জমি ও বসত ভিটা। অনেক কষ্ট করে দুই সন্তানকে বড় করেছিলেন। অথচ সেই সন্তানরাই এখন তাকে অযত্ন অবহেলায় ফেলে রেখেছে। দেখার যেন কেউ নেই। পাঁচ হাতের মধ্যে পাটকাঠি দিয়ে তৈরি একটি কাঁচা ঘরে একটি থালা, কলসি, গ্লাস ও মাটিতে ভেজা রয়েছে বিছানা। খাওয়া দাওয়া সবকিছু ওই টুকু জায়গার মধ্যেই করতে হয় তাঁকে। 

এ বিষয়ে রাখি মণ্ডলের বড় ছেলে আনছার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, তার মা অসুস্থ। ভালোভাবে চলাফেরা করতে পারে না। বিছানায় প্রস্রাব করে দেয়। তারপরও অনেক বয়স হয়ে গেছে। তাই ঝুপড়ি ঘরে রাখা হয়েছে। 

এ বিষয়ে ধারাবড়িষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সাহেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ করে নাই। 

এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, আপনার কাছ থেকে ঘটনা শুনলাম, এটা মানবিক ব্যাপার খোঁজ খবর নিয়ে, অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর