হোম > সারা দেশ > নাটোর

নাটোরে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধের ১০ বছরের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় বিবাহবিচ্ছেদ হওয়া এক নারীকে ধর্ষণচেষ্টার ঘটনায় এক বৃদ্ধকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করে ভুক্তভোগীকে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। গ্রেপ্তারের দিন থেকেই তাঁর সাজা কার্যকর হবে বলে জানিয়েছেন আদালত। 

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল আজিজ (৬৩)। ভুক্তভোগী ও সাজাপ্রাপ্ত দুজনই সিংড়া উপজেলার বাসিন্দা। 

এসব তথ্য নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আনিছুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রায়ে মামলার বাদী সন্তোষ প্রকাশ করেছেন।’ 

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৮ সালের ১৩ মার্চ দুপুরে সন্তানদের অনুপস্থিতিতে মো. আজিজ ওই নারীর ঘরে জোর করে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত আজিজকে হাতেনাতে আটক করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী সিংড়া থানায় মামলা করতে গেলে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা গ্রহণ না করায় পাঁচ দিন পর ১৮ মার্চ ওই নারী নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার মামলা করেন। 

মামলার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামি আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর মধ্যে জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন আজিজ। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত